ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ল্যাপটপ মেলা। বৃহস্পতিবার শুরু হওয়া তিনদিনের টেকশহর ল্যাপটপ মেলার আজ শেষ দিন।
যাদের অনেকেই খুজছেন সস্তায় ভালমানের একটি ল্যাপটপ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এমনই একটি ল্যাপটপ প্রত্যাশা। তিনি বলেন, সাধ্যের মধ্যে ল্যাপটপ কিনতে অনেক ঘোরাঘুরি শেষে ২৫ হাজার ৫০০ টাকায় ল্যাপটপ কিনেছি।
তবে অন্য এক শিক্ষার্থীর মত কিছুটা ভিন্ন। তিনি বলেন, সুলভে ল্যাপটপ কেনার জন্য এ ধরনের মেলা অত্যন্ত সহায়ক। বিশেষ ছাড়ে তিনি আসুসের একটি ল্যাপটপ কিনেছেন।
কমদামের ল্যাপটপ প্রসঙ্গে লেনোভা স্টলের বিপণন প্রতিনিধি জানান, মেলার সবচেয়ে সস্তা দরে লোনোভা জি৪০৫ মডেলের ল্যাপটপ এনেছেন তারা।
উল্লেখ্য, মেলায় প্রদর্শিত বিভিন্ন ব্র্যান্ড মডেলের মধ্যে সস্তা দরের কিছু ল্যাপটপের মধ্যে আছে- তোশিবা সি৪০ এএমডি ডুয়্যাল কোর দাম ২৫ হাজার টাকা, লেনোভা জি৪০৫ দাম ২৫ হাজার, আসুস এক্স২০০এমএ-এন২৮১৫ দাম ২৫ হাজার ৫০০ টাকা, আসুস এক্স২০০সিএ-১০০৭ইউ দাম ২৫ হাজার ৯০০ টাকা, আসুস এক্স৪৫১এমএ-এন২৮১৫ দাম ২০ হাজারা টাকা, আসুস এক্স৪৫২ইএ-ই১২১০০ দাম ২৭ হাজার ৫০০ টাকা।
এছাড়া সবচেয়ে কম দামে আসুস ব্র্যান্ডের টাচস্ক্রিন ল্যাপটপ পাওয়া যাচ্ছে ৫৮ হাজার ৫’শ টাকায়। আসুস প্রতিনিধি জানান, তরুণ প্রজন্মের জন্য নতুন এ টাচস্ক্রিন ল্যাপটপটি আনা হয়েছে।
তবে প্রচলিত নিয়মে প্রায় ব্র্যান্ডে চলছে অফার।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মে ১৭, ২০১৪