ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস, আইবিপিসি’র ‘আয়কর এবং মূসক’ কর্মসূচি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ১৯, ২০১৪
বিসিএস, আইবিপিসি’র ‘আয়কর এবং মূসক’ কর্মসূচি

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) যৌথ আয়োজন ‘আয়কর এবং মূসক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। রাজধানীর আঁগারগাওয়ে বিসিএস কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিসিএসের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সমিতির মহাসচিব নজরুল ইসলাম মিলন, পরিচালক এ.টি. শফিক উদ্দিন আহমেদ এবং প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর অনুসন্ধান পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহসান হাবিব।

মজিবুর রহমান স্বপন বক্তব্যে বলেন,  সদস্যদের ব্যবসায়িক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা বৃদ্ধির উপর বিসিএস সবসময় গুরুত্বারোপ করে এবং নানা ধরণের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ‘আয়কর এবং মূসক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। তিনি বলেন, বর্তমান সময়ে আয়কর এবং মূসক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা ব্যবসায়িক এবং ব্যক্তিগত জীবনে সমভাবে জড়িত। আয়কর এবং মূসক বিষয়ে সঠিক ধারণা থাকলে বিভিন্ন ধরণের হয়রানি থেকে নিজেকে এড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।
 
বিসিএসের সদস্য প্রতিষ্ঠানসমূহের ২২ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়কর ও মূসক বিষয়ে হয়রানিরোধে করণীয়, সঠিকভাবে আয়কর ও মূসক প্রদানের পদ্ধতি, টিআইএন ফরম পূরণ, আয়কর ও মূসক নির্ধারণের পদ্ধতি, আয়কর ও মূসক দেওয়ার জরুরী কারণ, আইনি সহায়তার ক্ষেত্রসহ নানা বিষয় আলোচিত হয়।

দুটি সেশনে বিভক্ত প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর অনুসন্ধান পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহসান হাবিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কাষ্টমস কমিশনার এবং প্রথম সচিব (কাষ্টমস: বন্ড এবং ইন্টেলিজেন্স) বেলাল হোসাইন চৌধুরী।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন সমিতির মহাসচিব নজরুল ইসলাম মিলন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।