বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (বিএসডিআই) মেডিক্যাল টেকনোলজি বিভাগ এবং বেসরকারি সংস্থা ‘ফর দ্যা পিপল’র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প এবং ওরাল হাইজিন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
‘সুস্থ দাঁত সুন্দর হাসি ভালোবাসায় দেশ গড়ি’ শ্লোগানে ড্যাফোডিল ফাউন্ডেশন পরিচালিত দেশের অন্যতম কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান বিএসডিআই আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসডিআই‘র নিবাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ও পরিচালক কে. এম. হাসান রিপন, মেডিকেল টেকনোলজি বিভাগের একেএম মুস্তাফিজুর রহমান এবং ফর দ্যা পিপলের পক্ষে ডা: সাখাওয়াৎ হোসেনসহ মেডিকেল টেকনোলজি বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা।
এ ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫০০ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
উল্লেখ্য, বিএসডিআই’র মেডিকেল টেকনোলজি বিভাগ ২০১১ সাল থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটোরি, ফার্মেসি ও ডেন্টাল) শিক্ষা-কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ২২, ২০১৪