ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটের ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ২৪, ২০১৪
ইন্টারনেটের ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইন্টারনেটের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) পুরোপুরি প্রত্যাহার বা কমানোর প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক প্রাক বাজেট আলোচনা সভায় তিনি একথা বলেন।



তথ্য ও প্রযুক্তি খাতের ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এ আলোচনা সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে তথ্য ও প্রযুক্তি খাতের জন্য তিন হাজার ৭০০ কোটি টাবা বরাদ্দের প্রস্তাব দেওয়া হবে। ফাইবার অপটিকস স্থাপন ও ল্যাপটপ তৈরিতে এগিয়ে আসা ব্যবসায়ীদের সহায়তা করবে সরকার। সফটওয়্যার ব্যবসায়ীদের করও প্রত্যাহরের প্রস্তাব করা হবে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন- বেসিসের সভাপতি শামীম আহসান, বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, আইএসপিএবি-এর সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।