ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চট্রগ্রামে মোবাইল অ্যাপস ‘বুট ক্যাম্প’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মে ২৫, ২০১৪
চট্রগ্রামে মোবাইল অ্যাপস ‘বুট ক্যাম্প’ ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের “জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি” কর্মসূচির আওতায় চট্রগ্রাম বিভাগীয় মোবাইল অ্যাপস ‘বুট  ক্যাম্প’ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা মিলনায়তনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি ইয়ুং ইয়ং এবং বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর মোঃ আনওয়ারুল আজিম আরিফ।

অন্যদের মধ্যে ছিলেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র  এবিএম মহিউদ্দিন চৌধুরী,  প্রকল্প  পরিচালক  ডঃ মোঃ আবুল হাসান, কর্মসূচি বাস্তবায়নকারী অন্যতম সংস্থা এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক  এম এ মুবিন খান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ নিজাম উদ্দিন আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।