ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইট‍ারে অমনিকমের বিপুল অর্থের বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জুন ১, ২০১৪
টুইট‍ারে অমনিকমের বিপুল অর্থের বিজ্ঞাপন

ঢাকা: অমনিকম গ্রুপ ইনকর্পোরেশনের মিডিয়া সার্ভিসেস ডিভিশনের সঙ্গে টুইটার ইনকর্পোরেশনের ২৩০ মিলিয়ন ডলারের একটি চুক্তি সই হয়েছে।

চুক্তির ফলে অমনিকমের অটোমেটেড অ্যাড বায়িং ইউনিট অ্যাকুনের সঙ্গে টুইটারের মোবাইল অ্যাড এক্সচেঞ্জ ইউনিট মোপাব যৌথভাবে বিজ্ঞাপন প্রচারে কাজ করবে।



দুই বছর মেয়াদী নতুন এই চুক্তির ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে অমনিকম মিডিয়া গ্রুপের ডিজিটাল ইনভেস্টমেন্টের যুক্তরাষ্ট্র বিষয়ক প্রেসিডেন্ট জনাথন বলেন, চুক্তির ফলে গ্রাহকদের কাছে সহজে পৌঁছানো সম্ভব হবে।

তিনি বলেন, আমরা দেখেছি বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে আমাদের গ্রাহকরা সবচেয়ে বেশি গুরত্ব দেন টুইটারকে। এটি কেবল একটি চুক্তিই নয়, এর মাধ্যমে আমরা টুইটারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবসায়িক সর্ম্পক গড়ে তুলতে চাই।

বিজ্ঞাপন খাতে ভবিষ্যতে মোবাইল বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি

জনাথন বলেন, একজন ব্যক্তি পর্দার পেছনে দৈনিক গড়ে যে সময় ব্যয় করেন, তার চার ভাগের এক ভাগ করেন মোবাইল স্ক্রিনে।

এদিকে, চুক্তির বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি টুইটার।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা,জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।