ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১০ টাকায় ১০ মিনিট, মোবাইলেই দেখুন বিশ্বকাপ

আবুল কালাম আজাদ, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ৭, ২০১৪
১০ টাকায় ১০ মিনিট, মোবাইলেই দেখুন বিশ্বকাপ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা চার দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪-এ গ্রামীণফোনের প্যাভিলিয়নে পাওয়া গেলো নতুন এক অফারের খোঁজ।

বিশ্বকাপকে সামনে রেখে মোবাইলে ১০ টাকায় ১০ মিনিট লাইভ টিভি দেখার সুযোগ করে দিচ্ছে গ্রামীণফোন।

আর মাত্র আট টাকায় রেজিস্ট্রেশন করে পাওয়া যাবে ২৪ ঘণ্টা গান শোনার সুযোগ।

গ্রামীণফোনের প্রতিনিধিরা জানালেন, লাইভ টিভি দেখতে কিংবা গান শুনতে প্রথমে রেজিস্ট্রশন করতে হবে এবং পরে m.binodon24.com এ ব্রাউজ করে টিভি এবং গান উপভোগ করতে পারবেন।

প্রতিনিধিরা আরও জানান, ওয়েবসাইটটিতে রয়েছে তিন লক্ষাধিক গান আর পাঁচটি টিভি চ্যানেল। তবে এসবের কোনোটাই ডাউনলোড দেওয়া যাবে না।

এর পাশেই রয়েছে গ্রামীণফোনের মোবাইল রিচার্জ সুবিধা। তবে রিচার্জ করে দেওয়ার জন্য বসে নেই কেউ। মেলায় আগতরা নিজেরাই নিজেদের ফোনে রিচার্জ করে নিচ্ছেন রিচার্জ বুথ থেকে।

বুথটা দেখতে এটিএম বুথের মতই, স্ক্রিনে ভাসছে বিভিন্ন অপশন। মোবাইল ব্যবহারকারীরা নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জের নির্দেশনা দিয়ে বুথের নির্দিষ্ট জায়গায় টাকা প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই মোবাইলে চলে আসছে টাকা।

এছাড়াও স্টার সাবস্ক্রাইবারদের জন্য গ্রামীণফোনের ফুড লাউঞ্জে রয়েছে ১০ ভাগ ডিসকাউন্ট।

** ডিজিটাল ওয়ার্ল্ডে ইংরেজি গানের আধিপত্য
** অগমেন্টেড রিয়্যালিটিতে বঙ্গবন্ধুর সঙ্গে নাসিম
**শতভাগ নিরাপত্তা নিশ্চয়তা দিচ্ছে জানালা সিস্টেমস
** তথ্যপ্রযুক্তির উদ্যোগ- উদ্ভাবন সমন্বয়ে সমঝোতা স্মারক
** মানবিকতাকেও গুরুত্ব দিতে হবে
** শিশুদের সঙ্গে ডিজিটাল ওয়ার্ল্ডে জাফর ইকবাল
** শেষদিনে যা থাকছে ডিজিটাল ওয়ার্ল্ডে
** অচিরেই দেশের ২ লাখ সমবায় সমিতির ডিজিটাল ডাটাবেজ
** তাৎক্ষণিক অনলাইন গ্রাহক সেবায় ‘রিভ চ্যাট’

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।