ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসরক’র নিউ ইন্টেল ৯ সিরিজ মাদারবোর্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুন ১০, ২০১৪
এসরক’র নিউ ইন্টেল ৯ সিরিজ মাদারবোর্ড

শীর্ষস্থানীয় মাদারবোর্ড নির্মাতা এসরক উন্মোচন করেছে নতুন ইন্টেল ৯ সিরিজের মাদারবোর্ড। ‘বিল্ট ফর স্ট্যাবল অ্যান্ড রিলায়েবল’ ডিজাইনিং কনসেপ্টে তৈরি মাদারবোর্ডটি এখন দেশের বাজারেই পাওয়া যাচ্ছে।

ইন্টেল জেড৯৭/এইচ৯৭ চিপসেটের এসরক ৯সিরিজ সুপার অ্যালয় প্রযুক্তির এ মাদারবোর্ড পঞ্চম, নতুন চতুর্থ, চতুর্থ প্রজন্মের ১১৫০ সকেটের ইন্টেল কোর প্রসেসর সমর্থিত।

এসরক’র বাংলাদেশ ডিস্ট্রিবিউটর কম্পিউটার সিটি টেকনোলজিসের আনা নিউ ইন্টেল ৯ সিরিজে আসা মডলেগুলো প্রতিষ্ঠানের সকল শোরুমে পাওয়া যাবে। মাদারবোর্ডগুলোতে তিন বছরের ওয়্যারেন্টি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।