ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বকাপে গুগলের ডুডল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুন ১২, ২০১৪
বিশ্বকাপে গুগলের ডুডল

ঢাকা: বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী ফুটবল বিশ্বকাপকে সম্মান জানিয়ে ডুডলে পরিবর্তন এনেছে গুগল। গুগল তার নামের অক্ষরকে রাঙিয়েছে লাল, বেগুনি, হলুদ ও সবুজ রঙে।



ডুডলে দেখা যায়, ব্যাকগ্রাউন্ড হিসেবে পেছনে রয়েছে পার্ক। সামনে খেলার মাঠে হলুদ-সবুজ রঙের বল নিয়ে অপেক্ষা করছে গুগলের ৬ শব্দ।

খেলার আনন্দে ক্ষণে ক্ষণে লাফাচ্ছে গুগলের (google) শব্দগুলো। এর মধ্যে gol এক সঙ্গে লাফিয়ে গোলের আনন্দ প্রকাশ করছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের ২০তম আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ক্রেয়েশিয়া।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জুন ১২, ২০১৪


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।