ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুনরুপে এলো ‘আমার ব্যাগ ডট কম’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৪
নতুনরুপে এলো ‘আমার ব্যাগ ডট কম’

নতুনরুপে যাত্রা শুরু করেছে ‘আমারব্যাগ ডট কম’। দেশের ইকমার্সে নির্দিষ্ট একটিমাত্র সামগ্রীর বিশাল সংগ্রহ নিয়ে গত এক বছরের বেশি সময় আগে প্রবেশ করে সাইটটি।

ট্রাভেল ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, জুট ব্যাগ, মানি ব্যাগ, পার্টি ব্যাগ সহ হরেক রকম ব্যাগের পসরা রয়েছে আমারব্যাগ ডট কমে।

ক্রেতা চাহিদার কথা বিবেচনায় রেখে সাইটটি নতুনভাবে সাজনো হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.amarbag.com), ফেসবুক (www.facebook.com/amarbag) মাধ্যমে এমনকি মোবাইলে অর্ডারে কেনা যাবে পছন্দের ব্যাগ। দেশব্যাপী অনলাইন ক্রেতারা ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশে মূল্য পরিশোধে ব্রান্ডেড এবং নন ব্রান্ডেড সব ধরনের ব্যাগই এখানে বর্তমান বাজার দরে পেয়ে যাবেন।  

আমার ব্যাগের ব্যবস্থাপনা পরিচালক আহসানউল্লাহ ধীমান বলেন, ‘ব্যাগ কেবল পণ্যই বহন করেনা, এটি ব্যক্তিত্ব এবং রুচিবোধের পরিচয় প্রকাশকারী। ব্যাগের জন্য দেশে নির্দিষ্ট মার্কেটপ্লেস নেই বিধায় ক্রেতাদের পছন্দনুযায়ী ব্যাগ কিনতে যথেষ্ট বেগ পেতে হয়। আমার ব্যাগ ডট কমে ক্রেতাদের এই ভোগান্তি অনেকটা দূর হবে বলে বিশ্বাস করেন তিনি। ‘

সব ধরনের ক্রেতার সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে এ সাইটে বাংলা ভাষা সংযোজন করা হয়েছে। খুব শীঘ্রই মোবাইল অ্যাপ্লিকেশনেও চালু হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।