ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফট ও আইসিটি’র মধ্যে সহযোগিতা বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
মাইক্রোসফট ও আইসিটি’র মধ্যে সহযোগিতা বাড়ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অর্থনৈতিক সমৃদ্ধি ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মাইক্রোসফট ও আইসিটি’র মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ বিসিসি ভবনে আইসিটি বিভাগের সভাকক্ষে মাইক্রোসফটের প্রতিনিধি দলের সঙ্গে আইসিটি সচিব নজরুল ইসলাম খানের বৈঠক শেষে এ কথা জানানো হয়।


 
বৈঠকে মাইক্রোসফটের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট কেসার কারনুডা। এ সময় আরও উপস্থিত ছিলেন পুবুদু বাসানায়েক, সোনিয়া বাসার কবির, সারানা ইসলাম প্রমুখ।
 
তথ্য ও প্রযুক্তির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নে বিশ্বখ্যাত আইটি প্রতিষ্ঠান মাইক্রোসফটের মধ্যে চলমান সহযোগিতা আগামীতে আরও জোরদার হবে বলেও জানা গেছে।

আইসিটি সচিব বাংলা অপটিক্যাল কারেক্টার রিডার (ওসিআর) প্রবর্তন, এডুকেশনাল ক্লাউড ও আইসিসি সচেতনতা সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্যাম্পেইন করতে মাইক্রাসফটের সহযোগিতা আশা করেন।
 
এতে মাইক্রোসফট প্রতিনিধি দলও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও বৈঠকে লার্নিং অ্যান্ড আর্নিং, ফ্রি-ল্যান্সার টু এন্টারপ্রেনিউরসহ আইসিটি বিভাগের চলমান বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।