ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্যামেরা প্রস্তুতকারক ড্রপক্যামকে কিনলো গুগল নেস্ট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুন ২২, ২০১৪
ক্যামেরা প্রস্তুতকারক ড্রপক্যামকে কিনলো গুগল নেস্ট

ঢাকা: গৃহ নজরদারিতে ব্যবহৃত ক্যামেরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রপক্যামকে ৫৫.৫ কোটি মার্কিন ডলারে কিনে নিয়েছে গুগল নেস্ট। সম্প্রতি দু’টি প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানায় সংবাদ মাধ্যমগুলো।



এর আগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তিনশ’ ২০ কোটি ডলারে হোম অটোমেশন প্রতিষ্ঠান নেস্ট ল্যাব’কে কেনে গুগল।

ড্রপক্যাম কেনার বিষয়ে নেস্ট’র প্রতিষ্ঠাতা ম্যাট রজার্স সংবাদ মাধ্যমকে বলেন, এটি নেস্টের চুক্তি, গুগলের নয়। ড্রপক্যামের পণ্য ব্যবহার করছেন এমন অনেক ক্রেতা বহুদিন ধরেই আমাদের একসঙ্গে (নেস্টও ড্রপক্যাম) কাজ করার বিষয়টির কথা বলে আসছিলেন।  

এখন থেকে ড্রপক্যাম সব ধরনের গোপনীয়তা রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অ্যাপলের সাবেক দুই ইঞ্জিনিয়ার টনি ফাদেল ও মেট রজার্স মিলে ২০১০ সালে প্রতিষ্ঠা করেন নেস্ট ল্যাব। থার্মোস্টেট এবং অগ্নিপ্রতিরোধক সেন্সর প্রস্তুতের জন্য বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি রয়েছে নেস্ট’র।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।