ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য-প্রযুক্তিতে তরুণদের চ্যালেঞ্জ ও প্রস্তাবনা বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
তথ্য-প্রযুক্তিতে তরুণদের চ্যালেঞ্জ ও প্রস্তাবনা বিষয়ক সেমিনার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের তথ্য-প্রযুক্তিখাতে তরুণ উদ্যোগতাদের চ্যালেঞ্জ ও প্রস্তাবনা বিষয়ক সেমিনার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যপী এ  মেলায় বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।



মেলার দ্বিতীয় দিন সোমবার বেলা ১১টায় এ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রর মিডিয়া বাজারে। এর আগে রোববার এ মেলার উদ্বোধন করা হয়।  


সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা চেম্বার অব কমার্স’র (ডিসিসি) ভারপ্রাপ্ত সভাপতি ওসামা তাসির, গ্রামীণ ফোনের কর্পোরেট বিষয়ক প্রধান মাহমুদ হাসান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মাহফুজুল আরিফ প্রমুখ।

সেমিনারে অংশ নেওয়া আইসিটি বিষয়ক তরুণ উদ্যাগতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দেন অতিথিরা।

 বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।