ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য-প্রযুক্তি সেবার পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
তথ্য-প্রযুক্তি সেবার পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে ছবি: সংগৃহীত

ঢাকা: তথ্য-প্রযুক্তি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

সোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই এই অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞ।



ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন সম্প্রতি বাংলাদেশকে এই অ্যাওয়ার্ড দেয়।

সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিপরিষদের সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের উদ্যোগে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে তার জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

এজন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।