ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘আইসিটি স্কলারশিপ ফর জেনারেশন’ প্রকল্পে তথ্যপ্রযুক্তি শিক্ষা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
‘আইসিটি স্কলারশিপ ফর জেনারেশন’ প্রকল্পে তথ্যপ্রযুক্তি শিক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল স্বল্পমেয়াদী কর্মমুখী শিক্ষা প্রসারের লক্ষ্যে ড্যাফোডিল ফাউন্ডেশন ও জবসবিডি ডটকম চুক্তিবদ্ধ হয়েছে।

পরিকল্পনা বাস্তবায়নে প্রতিষ্ঠানদুটি যৌথভাবে ‘আইসিটি স্কলারশিপ ফর জেনারেশন’ বিশেষ বৃত্তির  প্রকল্প গ্রহন করেছে।

  এ প্রকল্পের আওতায় প্রথমত মোট ৩০০ শিক্ষার্থী প্রশিক্ষণ নেবে। প্রশিক্ষণ কোর্সগুলো: সিসিএনএ, থ্রিডি অ্যানিমেশন টেকনোলজি, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আউটসোর্সিং, এসইও , জুমলা এন্ড ওয়ার্ডপ্রেস, মোবাইল অ্যাপ্লিকেশন, লিনাক্স, জাভা অ্যাপ্লিকেশন, ওরাকল, সোস্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভান্স কম্পিউটার অ্যাপ্লিকেশন।  

 সংশ্লিষ্ট সুত্র মতে, আইসিটি শিক্ষায় আগ্রহী যে কোনো বয়সীরা সুবিধাটি নিতে পারবে। চুক্তি অনুযায়ী জবসবিডি ডট কম প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন এবং চাকরি প্রাপ্তিতে সহায়তা করবে।   আর প্রশিক্ষণের মোট খরচের সার্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বহন করবে ড্যাফোডিল ফাউন্ডেশন।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ইমরান হোসাইন এবং জবসবিডি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম হাসান চুক্তিতে সই করেন।

উল্লেখ্য, আগামী ১৪ জুলাইয়ের মধ্যে আগ্রহীরা অনলাইনে http://scholarship.jobsbd.com/ আবেদন করতে পারবে।   

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, জুন ২৬, ২০১৪






বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।