ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাগেরহাটে জিপির থ্রিজি সেবার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
বাগেরহাটে জিপির থ্রিজি সেবার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে গ্রামীণফোনের থ্রিজি সেবা চালু হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের নিচতলায় অবস্থিত গ্রামীণফোনের ডিসট্রিবিউশন কার্যালয়ে কেক কেটে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মু. শুকুর আলী।



গ্রামীণফোনের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুল্লাহ হাবিব খান পাঠান বাংলানিউজকে জানান, থ্রিজি সেবা চালু হওয়ায় বাগেরহাট সদর ও মংলা উপজেলার গ্রামীণফোনের গ্রাহকরা ভিডিও কল, দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারসহ সব ধরনের আধুনিক সুবিধা ভোগ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুল্লাহ হাবিব খান পাঠান, বিপণন ব্যবস্থাপক মো. বেলাল হোসেন, টেরিটরি কর্মকর্তা তন্ময় দে মণ্ডল, এসআইএম রাসেল, মো. মাহিদুল ইসলাম ও বাগেরহাট গ্রামীণফোন ডিসট্রিবিউশন কার্যালয়ের ডিসট্রিবিউশন ব্যবস্থাপক কমল কুমার দেব প্রমুখ।

এর আগে সোববার সকালে বাগেরহাট থ্রিজি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে শহরে গ্রামীণফোনের উদ্যোগে শহরে একটি র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।