ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইটি প্রকৌশলীদের সনদ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
আইটি প্রকৌশলীদের সনদ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইনফরমেশন টেকনোলজি প্রকৌশলীদের মাঝে সনদ বিতরণ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসির) সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে এ সনদ বিতরণ করা হয়।



এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযান এর নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রধান নির্বাহী ও সরকারের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা, জাপান সরকার নিযুক্ত অন্তবর্তীকালীন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেরোইশী মিগামী প্রমুখ।

আইটি প্রকৌশল পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে উত্তীর্ণ ২২ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।