ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নেটগিয়ারের এসি১৯০০এমবিপিএস নাইটহক স্মার্ট-রাউটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
নেটগিয়ারের এসি১৯০০এমবিপিএস নাইটহক স্মার্ট-রাউটার

দেশের বাজারে নেটগিয়ার ব্র্যান্ডের এসি১৯০০এমবিপিএস নাইটহক স্মার্ট ওয়্যারলেস রাউটার নিয়ে এসেছে কম্পিউটার সিটি টেকনোলজিস।
 
১ গিগাহার্জ ডুয়্যালকোর প্রসেসর সমৃদ্ধ নেটগিয়ার আর৭০০০ মডেলের ৮০২.১১এসি রাউটারটি ৮০২.১১এন সিরিজের রাউটারের চেয়ে ৩ গুণ বেশি গতিসম্পন্ন।

৫টি গিগাবিট ইথারনেট পোর্টযুক্ত (১টি ওয়্যান + ৪টি ল্যান) রাউটারটি তারহীন পদ্ধতিতে ৮০২.১১এ/এসি/বি/জি/এন সাপোর্ট করে। এছাড়া রয়েছে দুইটি ইউএসবি পোর্ট যার মাধ্যমে প্রিন্টার ও ষ্টোরেজ ডিভাইস সহজেই শেয়ার করা যায়। দাম ২৩ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।