ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের প্রতিটি অঞ্চলকে ওয়াইফাইয়ের আওয়তায় আনা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
দেশের প্রতিটি অঞ্চলকে ওয়াইফাইয়ের আওয়তায় আনা হবে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

নাটোর: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্য ও চিত্র দ্রুত আদান-প্রদানের এই যুগে বাংলাদেশও বসে নেই। দেশের প্রতিটি শহর ও গ্রামাঞ্চলকে পর্যায়ক্রমে বিনামূল্যে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হবে।



বৃহস্পতিবার বিকেলে নাটোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে (বার ভবনে) দ্রুত গতির ওয়াইফাই প্রযুক্তির ইন্টারনেট সংযোগ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 
তিনি বলেন, বিশ্বায়নের এই যুগে একমাত্র তথ্য প্রযুক্তিই পারে বিশ্বকে হাতের মুঠোয় এনে দিতে।

ওয়াইফাই চালু উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু আহসান টগরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান খান,  সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাদ আলী সরকার এবং বিটিসিএল-এর মহাব্যবস্থাপক দীপক কুমার বিশ্বাস।

প্রতিমন্ত্রী বিকেল ৪টার দিকে নাটোর প্রেসক্লাবেও ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।