ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আগস্টে নয়, অক্টোবরে আসছে আইফোন ৬

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪
আগস্টে নয়, অক্টোবরে আসছে আইফোন ৬ সংগৃহীত

আগামী অক্টোবরের আগে বাজারে আসছে না আইফোন ৬। আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ১৪ অক্টোবর মঙ্গলবার এটি বাজারে আনছে।



ম্যাক এবং অ্যাপল বিষয়ক সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ম্যাকরিউমার্সের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার একথা জানিয়েছে।

অ্যাপলের সিনিয়র স্টোর লিডারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ১৪ অক্টোবর অ্যাপলের জন্য একটি খুবই বড় দিন। পুরো মাসটিতেই স্টোরস ও কোম্পানি খুবই ব্যস্ত থাকবে।

প্রতিবেদনে বলা হয়, এর একমাস আগে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর আইফোন ৬  উপলক্ষ্যে মিডিয়া ইভেন্ট করার পরিকল্পনা করছে অ্যাপল।

সাধারণত সেপ্টেম্বর মাসে আইফোন বাজারে আসলেও এবার ব্যতিক্রম হচ্ছে। শুধু মাস নয়, দিনে পরিবর্তন এনেছে অ্যাপল। আগে ক্রেতাদের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আইফোন বাজারে ছাড়া হতো। আর এবার বাজারে আসছে মঙ্গলবার।

এর আগে নির্ধারিত সময়ের একমসাস আগে আগস্টে আইফোন ৬ বাজারে আসার কথা ছিল। কিন্তু নানা কারণে কয়েকবার তারিখ পিছিয়ে সর্বশেষ অক্টোবরে আনা হলো।

২০১২ সালের সেপ্টেম্বরে আইফোন-৫ বাজারে আনে অ্যাপল। এরপর ২০১৩ সালে সর্বশেষ আইফোন-৫এস ও ৫সি বাজারে আনে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।