ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসুসের ডুয়াল-ব্যান্ড ওয়্যারলেস গিগাবিট রাউটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
আসুসের ডুয়াল-ব্যান্ড ওয়্যারলেস গিগাবিট রাউটার

আসুসের আরটি-এসি৬৮ইউ মডেলের ওয়্যারলেস রাউটার পাওয়া যাচ্ছে দেশের বাজারে। পঞ্চম প্রজন্মের ৮০২.১১এসি ওয়াই-ফাই প্রযু্ক্তির ডুয়াল-ব্যান্ড গিগাবিট ওয়্যারলেস রাউটারটি ৫জি নামেও পরিচিত।

পণ্যটির পরিবশেক গ্লোবাল ব্র্যান্ড।

৫ গিগাহার্জ অপারেটিং সিস্টেমের এ রাউটারটি ১৯০০ মেগাবিট পার সেকেন্ড ডেটা আদান-প্রদান করতে পারে। এতে ব্রডকম টার্বোকাম প্রযুক্তির ৩টি এক্সটার্নাল অ্যান্টেনা রয়েছে যা শক্তিশালী ওয়্যারলেস সিগন্যান প্রদানে সক্ষম। এছাড়া এটি নেটওয়ার্কের সীমা বাড়ায় এবং পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা দূর করে চারপাশে দ্রুত ডেটা আদান-প্রদানের গতি বজায় রাখে।

রাউটারটিতে আরো রয়েছে ১টি গিগাবিট ওয়্যান পোর্ট এবং ৪টি গিগাবিট ল্যান পোর্ট, ১টি করে ইউএসবি ৩.০ এবং ইউএসবি ২.০ পোর্ট।

১৮ হাজার টাকায় পাওয়া যাবে রাউটারটি।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।