ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনের দখলে কম্পিউটার বাজার!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪
স্মার্টফোনের দখলে কম্পিউটার বাজার!

ঢাকা: স্মার্টফোনের কল্যাণে কম্পিউটার ছাড়াই এখন ব্যক্তিগত ও অফিসিয়াল কাজ সেরে নেওয়া যাচ্ছে। জরুরি প্রয়োজন সারতে কাউকে এখন আর কম্পিউটারে বসে থাকতে হচ্ছে না।

স্মার্টফোনের এ সেবার কারণে গত চার বছরে বিক্রি কমে গেছে কম্পিউটারের (পার্সোনাল কম্পিউটার-পিসি)।

গত চার বছরে কম্পিউটার বিক্রির হার কমেছে স্বীকার করলেও এখন তা স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাত‍া প্রতিষ্ঠান ইন্টেল।

প্রতিষ্ঠানটিরও সরল স্বীকারোক্তি, মানুষ এখন স্মার্টফোনের মাধ্যমেই প্রয়োজন সেরে ফেলতে পারছে।

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গার্টনার ইনকরপোরেশন জানায়, ২০১৩ সালে বাজারে পিসি সরবরাহ কমেছে ১০ শতাংশ।

২০১৩ স‍ালকে পিসি ইন্ড্রাস্ট্রির জন্য সবচেয়ে খারাপ সময় আখ্যা দিয়ে ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) জানায়, চলতি বছরের ৪ মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী পিসি কম্পিউটারের চালান কমেছে ৯ দশমিক ৮ শতাংশ।

তবে পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হচ্ছে ঈঙ্গিত দিয়ে ইন্টেল দাবি করে, চার বছর পর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পিসি বিক্রিতে স্থিতাবস্থা ফিরেছে। করপোরেট গ্রাহকরা তাদের পুরোনো কম্পিউটার বদলে নতুন মডেলের দিকে ঝুঁকেছেন।

পিসি কম্পিউটার বিক্রিতে স্থিতাবস্থা ফেরায় ইন্টেলের চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রায়ান জেনিক বলেন, আশা করি পুরো ২০১৪ সাল জুড়ে এ স্থিতাবস্থা বিরাজ করবে।

অন্যদিকে ক্রেতা ধরে রাখতে প্রতিষ্ঠানটি চলতি বছরের শেষ দিকে নেক্সট-জেনারেশন সিপিইউ বাজারে ছাড়ার কথা ভাবছে বলে জানায়।

অবশ্য, চলতি বছরের প্রথমার্ধে পিসি কম্পিউটার বিক্রিতে উন্নতি দেখেছে বলে দাবি করেছে পিসি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইডিসি, গার্টনার, এইচপি ও লেনোভো।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এইচপির মুনাফা ১২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করছে এইচপি পার্সোনাল সিস্টেম গ্রপ।

চলতি বছরের ৩ জুন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ত্রিশ কোটি পিসি সরবরাহ হলেও, গত বছরের একই সময়ের তুলনায় তা ৬ শতাংশ কম বলে জানিয়েছে আইডিসি।  

পিসি বিক্রি স্থিতিশীল থাকলেও ভবিষ্যতে এ অবস্থা বজায় থাকবে কিনা সে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। পিসি কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো কী ব্যবস্থা নেয় তা-ই এখন দেখ‍ার বিষয়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।