ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

থ্রিডি ডিসপ্লে’তে মটোরোলা ‘এক্সপ্লাস১’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
থ্রিডি ডিসপ্লে’তে মটোরোলা ‘এক্সপ্লাস১’ সংগৃহীত

স্মার্টফোনের বাজারে ‌এবার থ্রিডি ডিসপ্লে নিয়ে আসছে মটোরোলার ‘এক্সপ্লাস১’। মটোরোলা‘র এ পণ্যটি নিয়ে তথ্য ফাঁসকারী সুত্র এখন পর্যন্ত অসংখ্য খবর দিলেও এ মুহূর্তের খবরটি তারা অনেক জোর দিয়েই ফাঁস করেছে।

শুধু থ্রিডি ডিসপ্লেই নয় পাশাপাশি অপটিক্যাল জুম, টাচলেস কন্ট্রোলের মতো ফিচারগুলোর কথাও বলা হয়েছে।

তাই অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন ভক্তদের প্রত্যাশা ফোনটির পর্দা যেন যথেষ্ট উপযুক্ত হয়। কেননা এর আগে এলজি’ও একই প্রযুক্তির পণ্য বেশ সোরগোল করে বাজারে ছাড়ে। কিন্তু দূর্ভাগ্যক্রমে পণ্যটি গ্রাহকদের আকৃষ্ট করতে পারেনি।

বহু গুজবিত অ্যান্ড্রয়েড নির্ভর মটোরোলা স্মার্টফোনটি প্রকৃতই অত্যাধুনিক সারির একটি পণ্য এমন বিশ্বাস অনেকরই। সেই বিশ্বাস আরো দৃঢ় করছে এক্সপ্লাস১ ঘোষণার নির্ধারিত দিন। তথ্য মতে, ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পণ্যটি ঘোষণার কথা রয়েছে।

পণ্যটি বেশ সুশ্রী হবে এবং অপটিক্যাল জুম ফিচারটি সবচেয়ে বেশি লোকের দৃষ্টি কাড়বে  সেইসাথে লুমিয়া ১০২০ এর মতো বেখাপ্পা হবেনা এমনও ধা্রণা রয়েছে আলোচক মহলে।   

‌এদিকে গ্রাহকদের কাছে স্যামসাং কেজুম এর সঠিক মান সুস্পষ্ট না হওয়ায় সমালোচিত স্মার্টফোনটির ক্যামেরায় তারা কঠোর নজর দিয়েছে।

সম্প্রতি মটোরোলার নতুন এই স্মার্টফোনে অস্বাভাবিক বিশালাকার লেন্সের গুজব রটেছিল। তাই প্রতিষ্ঠানটি অপটিক্যাল জুম’র দিকে বিশেষ দৃষ্টি রাখবে অনুমান বাজার বিশ্লেষকদরে। তাদের মতে, টাচলেস কন্ট্রোল ফিচার মটোরালার প্রচলিত কার্যক্রমের ধারা  অনুযায়ী আসছে। যেটি উন্নত ভয়েস অ্যাসিসটেন্ট যুক্ত। টাচলেস কন্ট্রোল সত্যিই ফাঙ্কশনাল ফিচার আর থ্রিডি ডিসপ্লে ফিচারটি মটোরোলার মনভোলানো কৌশল হিসেবে দেখছে তারা।

এমনকি আকর্ষনীয় সব খবর আসার পালা এখানেই শেষ নয় যতক্ষণ না এক্সপ্লাস১’র ঘোষণা আসছে এমনও অনুমান তাদের।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।