ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভিডিও গেম সাইট টুইচকে কিনলো অ্যামাজন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
ভিডিও গেম সাইট টুইচকে কিনলো অ্যামাজন

ঢাকা: ভিডিও গেম স্ট্রিমিং সার্ভিস টুইচকে ৯৭ কোটি ডলারে কিনে নিলো যুক্তরাষ্ট্রের অনলাইন রিটেইল শপ অ্যামাজন।

২০১১ সালে প্রতিষ্টিত হয় টুইচ।

যা টুইচ.টিভি নামে পরিচিত। এ সাইটের মাধ্যমে অন্যরা কিভাবে ভিডিও গেম খেলেন তা উপভোগ করা যায়।

এ বিষয়ে অ্যামাজনের চিফ এক্সিকিউটিভ জেফ বেজস বলেন, সম্প্রচার এবং খেলার কৌশল বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ঘটনা। এর মাধ্যমে কোটি কোটি মানুষকে এক জায়গায় নিয়ে এসেছে টুইচ।

নতুন নতুন বিষয়ে মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং মানুষের জন্য আরো নতুন নতুন গেম সার্ভিস তৈরি করবো, বলেন জেফ।

চলতি বছরের জুলাইয়ের সর্বশেষ তথ্যানুযায়ী প্রতিমাসে টুইচের দর্শক রয়েছেন সাড়ে পাঁচ কোটি।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।