ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চলছে গিগাবাইট কুইজ এবং গেমিং কনটেস্ট রেজিস্ট্রেশন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
চলছে গিগাবাইট কুইজ এবং গেমিং কনটেস্ট রেজিস্ট্রেশন

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ঢাকায় তিন দিনব্যাপী ই-বাণিজ্য মেলা। কমপিউটার জগৎ আয়োজিত এই মেলার আকর্ষণীয় ইভেন্ট গিগাবাইট গেমিং প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের কমপিউটার জগৎ-এর নিজস্ব পোর্টাল পড়সলধমধঃ.পড়স-এ নিবন্ধন করতে হবে।   নিবন্ধিত হতে প্রতিযোগিদের বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি ৩৫০ টাকা পরিশোধ করতে হবে। নিবন্ধন শেষে প্রত্যেক গেমারকে তার ই-মেইল আইডি পাঠানো হবে।

মেলা চলাকালে প্রতিযোগিতায় অংশ নিতে নির্দিষ্ট দিনে গেমারদের রেজিস্ট্রেশন আইডি নিয়ে গেমিং জোনে প্রবেশ করতে হবে। গ্রুপ গেম খেলারও সুবিধা পাবে গেমাররা।

এছাড়া কমজগৎ পোর্টালে চলছে গিগাবাইট গেমিং কুইজ প্রতিযোগিতা। প্রতি সপ্তাহে একটি করে নতুন কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে পাঁচজন বিজয়ী লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। বিজয়ীদেরকে যথাক্রমে ১ হাজার থেকে শুরু করে ১’শ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ দেয়া হবে।

কমপিউটার জগৎ‘র সাথে এই আয়োজনে রয়েছে অর্পণ কমিউকেশন লি: ও অ্যাম্বেলা ম্যানেজমেন্ট।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।