ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডেল’র হাইব্রিড পিসি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
ডেল’র হাইব্রিড পিসি

বিশ্ববাজারে অবমুক্তির সঙ্গে সঙ্গে দেশের বাজারেও এসেছে আগামী প্রযুক্তির হাইব্রিড কম্পিউটার। কম্পিউটার সোর্স পরিবেশিত ডেল ইন্সপায়রন ৩১৪৭ মডেলের   টুইন ওয়ান পিসিটি ল্যাপটপ ও ট্যাবলেট দুইভাবেই ব্যবহারযোগ্য।



হালকা ছিপছিপে গড়নের রূপালী বর্ণের এই স্পর্শ পর্দার (টাচ স্ক্রিন) পিসির আকার সাড়ে ১১ ইঞ্চি। ব্যবহারকারীরা ৩৬০ ডিগ্রি ঘুড়িয়ে ভাঁজ করে এটি ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করতে পারবে। ‘স্ট্যান্ড ’ ছাড়াই সমতল অবতলে  রেখে উপভোগ করা যায় এইচডি মুভি এবং ইনবিল্ট স্পিকারের জোরালো শব্দ শ্রোতাকে মুহূর্তেই আবেশিত করে।

এর কম্পিউটিং প্রসেসিং ক্ষমতা ২.১৬ গিগাহার্জ, ৪জিবি র‌্যাম, ৫০০জিবি হার্ডডিস্ক, ইন্টেল গ্রাফিক্স, এইচডিঅএমআই ও ইউএসবি ৩.০ পোর্ট, ব্লুটুথ ৪.০ এবং এসডি কার্ড স্লট সহ বহনযোগ্য পিসির সব ধরনের সুবিধা রয়েছে। ব্যাকআপ সময় আট ঘণ্টা।

দেশের বাজারে পিসিটির দাম ৪০ হাজার টাকা। এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও রয়েছে ফ্রি ক্যারিকেস।  

বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।