ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চলতি মাসে ভারতের বাজারে মটো ৩৬০

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
চলতি মাসে ভারতের বাজারে মটো ৩৬০

ঢাকা: চলতি মাসের শেষ দিকে ভারতের বাজারে আসছে গুগলের অপারেটিং সিস্টেম নির্ভর মটোরোলার স্মার্টওয়াচ ‘মটো ৩৬০’। এ উপলক্ষে ভারতের বাজারে স্মার্টওয়াচটির মূল্য ধরা হয়েছে ২৪৯ ডলার।



উজ্জ্বল বা ডার্ক স্টেইনলেস স্টিলের এ স্মার্টওয়াচটির ডিসপ্লে হবে এলসিডি। এতে ওএমএপি ৩ প্রসেসর ব্যবহার করা হবে। স্মার্টওয়াচটির ৠাম হবে ৫১২ মেগাবাইট এবং অভ্যন্তরীন ধারণক্ষমতা হবে ৪ গিগাবাইট।

৩২০এমএইচপি ব্যাটারির স্মার্টওয়াচটি ব্যবহারকারীকে দিনভর সেবা দিতে সক্ষম হবে বলে জানিয়েছে মটোরোলা।

স্মার্টওয়াচটিতে হার্ট রেট মনিটর এবং হার্ট অ্যাক্টিভিটি ট্র্যাকার অ্যাপ ব্যবহার করা হবে। অ্যান্ড্রয়েডের ৪.৩ ভার্সনে চলবে এ স্মার্টওয়াচ।

প্রায় সাড়ে তিন ফিট পানির নিচে আধঘণ্টা চলতে সক্ষম এ স্মার্টওয়াচটির ওজন মাত্র ৪৯ গ্রাম।

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।