ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিখ্যাত ডিজাইনার নিউসনের অ্যাপলে যোগদান

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
বিখ্যাত ডিজাইনার নিউসনের অ্যাপলে যোগদান ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার বিখ্যাত ডিজাইনার মার্ক নিউসনকে নিয়োগ দিয়েছে অ্যাপল। নিউইর্য়কের বিখ্যাত জাদুঘর মোমাসহ বহু বিখ্যাত কর্মের ডিজাইনার নিউসন।



এ বিষয়ে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে অ্যাপলের ডিজাইন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাথন ইভ বলেন, বর্তমান প্রজন্মের প্রভাবশালী ডিজাইনারদের মধ্যে নিউসন একজন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করি এক সঙ্গে কাজের বিষয়টি আমরা উপভোগ করবো।

২০০৫ সালে টাইমস ম্যাগাজিনের জরিপে বিশ্বের শীর্ষ একশ’ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান নিউসন।

এর আগে নাইকি, কান্তাস এয়ারওয়েজ, ফোর্ডসহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন নিউসন।

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।