ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্যালাক্সি নোট ফোর’র নিয়ন্ত্রণে ‘গিয়ার ভিআর’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
গ্যালাক্সি নোট ফোর’র নিয়ন্ত্রণে ‘গিয়ার ভিআর’

গ্যালাক্সি নোট ফোর’র নিয়ন্ত্রণে চলবে স্যামসাং’র গিয়ার ভার্চূয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট। বিশ্বজুড়ে এ প্রযুক্তির চাহিদা ক্রমেই বেড়ে চলছে।

যেজন্য কোরিয়ান জায়ান্টও এ তালিকায় নাম লেখাতে দেরি করেনি। জার্মানির বার্লিনে চলমান আইএফএ ইভেন্টে প্রদর্শিত এ ডিভাইসটি নিয়ে স্যামসাং’র দাবি এমন প্রযুক্তির হেডসেট তারাই প্রথম আনছে। ‌বছর শেষ হওয়ার আগেই পণ্যটির বিপণন শুরুর প্রত্যাশা করছে স্যামসাং। তবে গিয়ার ভিআর’র দাম আপাতত অপ্রকাশিত।

তথ্য মতে, হেডসেটটি ব্যবহারে আগ্রহীদের থাকতে হবে গ্যালাক্সি নোট ফোর। আগে কারিয়ান জায়ান্টের এমন প্রযুক্তির পণ্য প্রকাশের খবর শুনে বিশেষজ্ঞরাও এমনটাই অনুমান করেছিল। এ মুহূর্তে প্রযুক্তি বিশ্বের লোকজনের ধারণা স্মার্টফোনের বিক্রি বাড়াতে স্যামসাং’র এটি নতুন কৌশল।

উল্লেখ্য, হেডসেটটির সম্মুখভাগে থাকবে স্মার্টফোন স্লট। যেটি পর্দার ন্যায় কাজ করবে। আর যেহেতু নোট ফোর কিউএইচডি ডিসপ্লে‘র তাই উপভোগ্য হবে বলে প্রত্যাশা করছে উৎসুকরা।

এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে হেড মাউন্টিং স্ট্রেপ যাতে ব্যবহারকারী সাচ্ছন্দ্যে মাথায় ধরে রাখতে পারে। এছাড়া  কিছু লেন্স এবং কন্ট্রোল যা ভিআর হেডসেটের ভেতরে থাকা গ্যালাক্সি নোট ফোরকে নিয়ন্ত্রণে সাহায্য করে।

নেতিবাচক দিক পিসি বা পিএসফোর এর তুলনায় এতে সবখানে মনোমুগ্ধকর স্বচ্ছ ছবি পাওয়া যাবেনা।

এমনকি ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গেমিং ডিভাইস বা পিসি‘র সাথে এটি যুক্ত করতে পারবেনা। বলা হচ্ছে এটি আসলে মোবাইল গেমসের জন্য উপযুক্ত।

পণ্যটি তারহীন বলে ব্যবহারকারীরা ইচ্ছামতো সবখানে চলাফেরা করতে পারে। হেডসেটটি গ্যালাক্সি নোট ফোর’র সাথে চমৎকারভাবে কাজ করবে এবং এর ব্যতিক্রমী এক বাজার তৈরির ইচ্ছা রয়েছে কোরিয়ান জায়ান্টের।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।