ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাতে হাতে আসছে আইফোন-৬

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
রাতে হাতে আসছে আইফোন-৬

ঢাকা: কয়েকঘণ্টা পরই প্রযুক্তিপ্রেমীদের হাতে আসছে বহুল প্রতিক্ষীত অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেট আইফোন-৬। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাপল।



বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠানটি শুরু হবে। আর এর মাধ্যমে সবার সামনে উন্মোচন করা হবে আইফোন-৬।

ইতোমধ্যে ইন্টারনেটে আইফোন-৬’র একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে আইফোন-৫এস’র সঙ্গে ৬’র পার্থক্য তুলে ধরা হয়েছে।

আইফোন-৬ দেখতে অনেকটা গোলাকৃতির হবে তা আগেই জানিয়েছিল ‍সংবাদমাধ্যম। প্রকাশিত ভিডিওর সঙ্গে এর বেশ মিল রয়েছে।

এছাড়া আইফোন-৬’র ক্যামেরা, ছবি, ফিচার, প্রসেসরের কার্যকারিতা কেমন হবে সে বিষয়ও তুলে ধরা হয়েছে ভিডিওতে। হ্যান্ডসেটটির কন্ট্রোল বাটনে যে পরিবর্তন আনা হয়েছে তাও ফুটে উঠেছে এতে।

৪.৭ ও ৫.৫ ইঞ্চি এ দুই পর্দায় আসছে আইফোন-৬। বলা হচ্ছে ভারতের বাজারে ৪.৭ ইঞ্চি পর্দার আইফোন-৬’র মূল্য হবে ৫২ থেকে ৬৮ হাজার রুপি। আর ৫.৫ ইঞ্চি পর্দার মূল্য হবে ৬২ থেকে ৭৮ হাজার রুপি।

৬৪-বিট ‍এ৮ প্রসেসরের মাধ্যমে চলবে এ হ্যান্ডসেট। আর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যাপলের সর্বশেষ ভার্সন আইওএস৮। এছাড়া আরো নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে আইফোন-৬।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।