ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কর্মী ছাঁটাই করছে সনি মোবাইল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
কর্মী ছাঁটাই করছে সনি মোবাইল

ঢাকা: জাপান ভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সনি তার মোবাইল বিভাগ থেকে ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও কাজুও হিরাই।

মার্চ ২০১৫ এ শেষ হওয়া অর্থবছরের মধ্যে এ কর্মী ছাঁটাই করা হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।



হিরাই বলে, সনি তার মোবাইল বিভাগকে আরো বড় করার যে সিদ্ধান্ত নিয়েছেল, তা পরীবর্তন করে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে।

চলতি অর্থবছরে ২১০ কোটি ডলার ক্ষতি হবে বলে ধারণা করছে সনি। এছাড়া ১৯৫৮ সালে পুঁজিবাজ‍ারে তালিকাভুক্তির পর এই প্রথম বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে কতজন কর্মী ছাঁটাই করা হবে তার নির্দ্দিষ্ট সংখ্যা জানায়নি প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।