ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

চার্জ সংক্রান্ত জটিলতায় অ্যাপল ওয়াচ!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
চার্জ সংক্রান্ত জটিলতায় অ্যাপল ওয়াচ!

কোপার্টিনো-ভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপলের সদ্য উন্মোচিত ‘অ্যাপল ওয়াচ’ এর ব্যাটারি স্থায়ীত্বের সমস্যা চিহ্নিত হয়েছে। পরিধেয় এ পণ্যটি এক-চার্জে মাত্র একদিন চার্জ ধরে রাখতে সক্ষম।

প্রযুক্তি বিশেষজ্ঞদের বিশ্লেষণে সমস্যাটি চিহ্নিত হওয়া ছাড়াও সংবাদমাধ্যম রি/কোড‘কে প্রতিষ্ঠানের এক মুখপাত্র একই সমস্যার কথা বলেছেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রযুক্তি অঙ্গনের মানুষের কাছে এখন সুস্পষ্ট যে পণ্যটি উন্মোচনকালে কেন অ্যাপল ব্যাটারি লাইফের বিষয়টি নিয়ে চুপ ছিল। কারণ সে মুহূর্তে অ্যাপল ওয়াচে যুক্ত প্রচুর সংখ্যক ফিচারের খুঁটিনাটি সব সুবিধায় দর্শক সম্মুখে উপস্থাপন করলেও ব্যাটারি স্থায়ীত্বের বিষয়টি এড়িয়ে যায় তারা।

এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর পণ্যটির দেখা পেলেও এরইমধ্যে আবার জটিল সমস্যার খবরে আই-ভক্তরা বেশ হতাশ। আবার তাদের এটাও প্রত্যাশা পরিপূর্ণ সুবিধা নিশ্চিত করতে অ্যাপল অবশ্যই সমস্যাটির সমাধানে ওয়াচ ইন্ডাস্ট্রির এক্সপার্টদের পরামর্শ নেবে। এছাড়া বাজারের অ্যান্ড্রয়েড নির্ভর পরিধেয় পণ্যের ব্যাটারি লাইফের সুবিধার দিকটি লক্ষ্য রেখে আইওয়াচের চার্জিং সুবিধা বৃদ্ধি করবে। আগামী বছরে ‘অ্যাপল ওয়াচ’ বাজারজাতের কথা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছে, আইওয়াচ ভক্তরা এ ধরনের সমস্যাযুক্ত পণ্য কিনতে উৎসাহিত নাও হতে পারে। ওয়াচের চার্জ নিয়ে যদি অ্যাপল বিকল্প কোনো সিদ্ধান্তে আসে তবে এটার গুরুত্ব আরো বাড়বে। সোলার পাওয়ার অথবা কিনেটিক রোটারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাপলের।

সমস্যাটি সমাধানের জন্য ‌অ্যাপলের অসংখ্য উপায় আছে কিন্তু এক্ষেত্রে আবার দাম নিয়ে প্রশ্ন উঠবে। এমনিতেই অ্যাপল ওয়াচের নির্ধারিত দাম বেশি এমনও ধারণা রয়েছে। আগেও অ্যাপল আইফোন নিয়ে এ ধরনের সমস্যায় পড়ে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।