ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিদ্ধেশ্বরী-বেইলী রোডের ২৮০ টেলিফোন বিকল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
সিদ্ধেশ্বরী-বেইলী রোডের ২৮০ টেলিফোন বিকল

ঢাকা: টেলিফোন কেবিনেট ভেঙ্গে যাওয়ায় মগবাজার এক্সচেঞ্জের আওতাধীন সিদ্ধেশ্বরী এলাকার প্রায় ২৮০ টেলিফোন গত ৬ দিন ধরে বিকল হয়ে আছে।
 
মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণ কাজের কাছেই অবস্থিত সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের দেওয়াল এবং সংলগ্ন টেলিফোন কেবিনেটটি গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে কে বা কারা ভেঙ্গে ফেলে।



এই টেলিফোন কেবিনেটটির মাধ্যমে যুক্ত সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী রোড ও নিউ বেইলী রোড এলাকার টেলিফোনগুলো ১০ সেপ্টেম্বর ভোর থেকে অকেজো হয়ে পড়ে।
 
বিটিসিএল এর জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ জানান, জায়গাপ্রাপ্তি সাপেক্ষে কেবিনেটটি পুন:নির্মাণ করে শিগগিরই টেলিফোনগুলো চালু করার চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।