ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্প শুরু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্প শুরু

ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের উপযোগী করে গড়তে নাটোরের প্রায় ১ হাজার জনকে সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় অনলাইনে আয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশব্যাপী চলবে এ কার্যক্রম।

 

বৃহস্পতিবার নাটোর জেলা প্রশাসক অডিটোরিয়ামে  প্রধান অতিথি হিসেবে প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) কামাল উদ্দিন আহমেদ এবং নাটোর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান উপস্থিত থেকে  ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্প উদ্বোধন করেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, নাটোরের শিক্ষিত জনগোষ্ঠীর জন্য  অনলাইনে আয়ের যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার তা সফলভাবে সম্পন্ন হলে বহু পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। ঢাকামুখী না হয়ে  ঘরে বসেই তারা আয় করতে পারবেন বৈদেশিক মুদ্রা, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে  ভূমিকা রাখবে।

প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান  ক্রিয়েটিভ আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, ডিজিটাল এ যুগে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই  সারা দেশের লক্ষ লক্ষ তরুণ আয় করছে । নাটোরের ১ হাজার তরুণকে সেই কাতারে যুক্ত করার লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হবে।

নাটোর জেলা প্রশাসক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম, নাটোর জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলীসরকার।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।