ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ পুনরায় আইটিইউ সদস্য নির্বাচিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
বাংলাদেশ পুনরায় আইটিইউ সদস্য নির্বাচিত

ঢাকা: বাংলাদেশ পুনরায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) সদস্য নির্বাচিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি বলেন, এ দফায় ১১৫ ভোট পেয়ে নির্বাচিত বাংলাদেশ আগামী চার বছর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।

আবু নাসের জানান, দক্ষিণ কোরিয়ার বুশানে এবারের নির্বাচনে ১৯৩টি দেশ ভোটাধিকার প্রয়োগ করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।  

নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এজন্য সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে ও ভোট পেতে প্রচারণা কাজে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা দিয়েছিল।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।