ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্লাজমা টিভি তৈরি বন্ধের ঘোষণা এলজি’র

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
প্লাজমা টিভি তৈরি বন্ধের ঘোষণা এলজি’র এলজি প্লাজমা টিভি

ঢাকা: বিশ্বব্যাপী চাহিদা কমার কারণে প্লাজমা টিভি তৈরি না করার ঘোষণা দিয়েছে সিউল ভিত্তিক দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিক ইনকরপোরেশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইয়নহাপ বিষয়টি নিশ্চিত করেছে।

ইয়নহাপ জানায়, আগামী ৩০ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি আর কোনো প্লাজমা ডিসপ্লে প্যানেল (পিডিপি) টেলিভিশন প্রস্তুত ও বাজারজাত করবে না।

এর আগে দক্ষিণ কোরিয়ার আরেক ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাংও প্লাজমা টিভি তৈরি বন্ধের ঘোষণা দেয়।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।