ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

কোয়াব’র সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
কোয়াব’র সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা: ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) মুক্তধারা পরিষদের দুদিন ব্যাপী জাঁকজমকপূর্ণ সাধারণ সভা শেষ হয়েছে।

গত ২৯ ও ৩০ অক্টোবর সমুদ্রনগরী কক্সবাজারে অনুষ্ঠিত সভায় ৩৭টি জেলার ২৫৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।



হোটেল বিচ ভিউ-এর কনফারেন্স রুমে প্রাণবন্ত আয়োজনে সাধারণ সভায় উপস্থিত প্রতিনিধিরা ক্যাবল ব্যসায়ীদের নানা সমস্যার কথা তুলে ধরেন।

দীর্ঘ আলোচনা শেষে সভায় নেতৃবৃন্দ ক্যাবল টিভি আইন ২০০৬-কে সময়োপযোগী করার দাবি জানিয়ে অবিলম্বে বর্তমান নীতিমালার প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানান। পাশাপাশি ক্যাবল টিভি ব্যবসাকে আরো সমৃদ্ধ এবং আধুনিকায়নের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করার দাবি জানানো হয় সভায়।
 
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের আচরনবিধি লংঘন করায় মুক্তধারা পরিষদের (কোয়াব) যুগ্ম আহ্বায়ক জনাব তালাত ইকবাল এবং সদস্য সচিব ফিরোজুল ইসলাম ফিরোজকে সংগঠনের সবরকম কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মুক্তধারা পরিষদ (কোয়াব)-র আহ্বায়ক কাজী বর্ণ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।