ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ কুলিং সেবায় নতুন পণ্য

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, মে ৮, ২০১১
ল্যাপটপ কুলিং সেবায় নতুন পণ্য

কুলার মাস্টার নতুন পদ্ধতির নোটবুক কুলার প্রকাশ করেছে। যার টাইটেল নেম নোটপল ইনফিনিট ইভো।

সূত্র এ তথ্য জানিয়েছে।

এ ইনফিনিট ইভোর মধ্যে আছে ৮০ মিলিমিটারের দুটি ফ্যান। অধিকতর ভালো কুলিং সেবা প্রদানে পুশ সিস্টেম নোটবুকের অভ্যন্তরের বায়ু নির্গমন মাধ্যমে এটিকে শীতল রাখে।

উল্লেখ্য, এ ফ্যানের গতিপ্রবাহে আছে কুলারের এক পাশে ডায়াল পদ্ধতি। কুলারটি ১৭ ইঞ্চি পর্যন্ত নোটবুক সমর্থন করে।

এ কুলারে আছে ৩টি ইউএসবি পোর্ট এবং আছে ৫ভি ডিসি কানেক্টর। হঠাৎ কোনো কারণে ইউএসবি পোর্ট ফ্যান নিয়ন্ত্রণে অকার্যকর হলে এটি পুরো কার্যক্রমকে সক্রিয় রাখবে।

এছাড়াও স্বাচ্ছন্দে দীর্ঘসময় টাইপিং এর জন্য ইভোতে আছে ুঅ্যালিভেট সিস্টেম। এ অংশে চারটি রাবার প্যাড যুক্ত থাকে। ফলে এটি গ্রাহকদের সুবিধানুযায়ী আরও ভালো কুলিং সেবা দিতে পারে।

এ মুহূর্তে কুলিং পদ্ধতির নোটবুকের দাম ৪৯.৯৯ ডলার। এ পণ্যের ভারতীয় মূল্য ২ হাজার ২৮৯ রুপী।

বাংলাদেশ সময় ২০৪২ ঘণ্টা, মে ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ