ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যুক্তরাজ্যে ইন্টারনেট প্রসারে ১ লাখ স্বেচ্ছাসেবক!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মে ১১, ২০১১
যুক্তরাজ্যে ইন্টারনেট প্রসারে ১ লাখ স্বেচ্ছাসেবক!

২০১২ সালে অলিম্পিক আসর বসছে লন্ডনে। এ নিয়ে যুক্তরাজ্য সরকারের উদ্যোগ আর পরিকল্পনার কোনো কমতি নেই।

এবার তারা অভিনব উদ্যোগ নিয়ে মাঠে নামছে।

যুক্তরাজ্য সরকারের নেওয়া ‘ডিজিটাল ক্যাম্পেইন’ প্রকল্পের পালে লেগেছে নতুন হাওয়া। এ প্রকল্পের শীর্ষ কর্মকর্তা মার্থা লেন ফক্স প্রচারিত এক সাক্ষাৎকারে জানান, ২০১২ সালে অলিম্পিককে মাথায় রেখে এরই মধ্যে দেশটিতে ইন্টারনেট জনপ্রিয় করতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যেয় ইন্টারনেট জনপ্রিয় করে তুলতে ১ লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের কথা জানিয়েছেন লেন ফক্স। এ প্রকল্প বাস্তবায়নে স্বল্পদামে কমপিউটার তৈরির উদ্যোগও নিয়েছে যুক্তরাজ্যের সরকার।

উল্লেখ্য, যুক্তরাজ্যের ৯০ লাখ মানুষ এখনও ইন্টারনেট ব্যবহার করেননি। অর্থাৎ তারা ইন্টারটে ব্যবহারে কোনো ধরনের আগ্রহই প্রকাশ করেনি।

আনাগ্রহী এসব মানুষকে ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত এবং এর প্রয়োজনীয়তা বোঝাতে ডিজিটাল ক্যাম্পেইন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

মার্থা লেন ফক্স জানান, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনযাত্রার ব্যয় কমে আসবে। অনেক খরচই মানুষ তখন ইন্টারনেটের সুবাদে সহজ করে নিতে পারবেন।

২০১২ সালে মধ্যে যুক্তরাজ্যেকে বিশ্বের সবচে নেটওয়ার্ক সমৃদ্ধ দেশে পরিণত করার উদ্দেশ্যে সরকার এ বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিতব্য অলিম্পিক আসরকে দেশব্যাপী আরও করে তোলাও এ প্রকল্পের উদ্দেশ্য বলে জানান মার্থা লেন ফক্স।

বাংলাদেশ সময় ১৯১৩ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।