ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৭ হাজার টাকায় চামড়ার নেটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, মে ১৫, ২০১১
৩৭ হাজার টাকায় চামড়ার নেটবুক

আসুসের আলোচিত করিম রশিদ সিরিজের ‘ইপিসি ১০০৮পি’ মডেলের নতুন নেটবুক এখন দেশে। করিম রশিদ সিরিজের নেটবুকের কভার রঙিন চামড়ায় আচ্ছাদিত থাকে।



এ নেটবুকের কারিগরি বৈশিষ্ট্যের মধ্যে আছে ইন্টেল অ্যাটম ডুয়াল কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক এবং ১০.১ ইঞ্চি ডিসপ্লে।

অন্যদিকে যোগাযোগ মাধ্যমে আছে ওয়াইফাই, ওয়েবক্যাম, ১০/১০০ ল্যান, হাইডেফিনেশন অডিও, মেমোরি কার্ড রিডার, ব্লটুথ, ৩টি ইউএসবি পোর্ট এবং উইন্ডোজ ৭ স্টার্টার অপারেটিং সিস্টেম।

বাদামী এবং গোলাপী এ দুটি রঙে নেটবুকটি পাওয়া যাচ্ছে। এ মুহূর্তে দাম ৩৭ হাজার টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৯১৫ ৪৭৬৩৫৫, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ২২০০ ঘণ্টা, মে ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।