ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চমকপ্রদ অবয়বে আইফোন5

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, মে ২৮, ২০১১
চমকপ্রদ অবয়বে আইফোন5

অ্যাপল আইফোন5 মডেলটি কার্ভড মোড়কে বাজারে আসছে। এরই মধ্যে অ্যাপল ২০০ থেকে ৩০০টির মতো গ্লাস কাটিং মেশিন ক্রয় করেছে।

অ্যাপল সূত্র এ তথ্য জানিয়েছে।

এছাড়া তাইওয়ানের ডিজিটাইমসের প্রতিবেদনে প্রকাশ, আইফোন5 মডেলে কার্ভড কভার গ্লাসের ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।

এ মুহূর্তে আসন্ন আইফোন5 মডেলকে ঘিরে অ্যাপল পণ্যপ্রেমীরা অধীর হয়ে আছেন। কিন্তু কভার গ্লাস নির্মাতারা গ্লাস কাটিং যন্ত্র ক্রয়ে অনীহা প্রকাশ করেছে। এর মূল কারণ চড়া মূল্য।

অ্যাপল সূত্র মতে, এরই মধ্যে ২০০ থেকে ৩০০ গ্লাস কাটিং মেশিন নিজ থেকে ক্রয় করা হয়েছে। অ্যাপল ফোর্থ জেনারেশনের ‘আইপ্যাড ন্যানো কার্ভড গ্লাসের স্ক্রিন’ নিয়ে কাজ করছে।

এ মুহূর্তে সংগৃহীত গ্লাস কাটারগুলো অ্যাসোসিয়েট অ্যাসেম্বলি প্লান্টে মজুদ আছে। অ্যাপলের মূল ল্য উৎপাদনের পরিমাণ চাহিদার কাছে পৌঁছলে তবেই তা বাজারজাত করা হবে।

তবে আইফোন5 উৎপাদনের সময়সীমা এখনও নির্ধারণ হয়নি। কারণ অ্যাপল অন্য সব বিপণনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। এছাড়া ‘ফাট স্ক্রিন’ ব্যবহারকারীদের ভিউয়িং অভ্যাসকে আরও সহজবোধ্য করে তুলবে এ আইফোনের আসন্ন নতুন সংস্করণ।

উল্লেখ্য, আগামী ২০১২ সালের দিকে আইফোন5 মডেল অভিষেকের পরই গুণগত মান সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারবে এ পণ্যর প্রত্যাশীরা।

বাংলাদেশ সময় ২২২৮ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।