ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আউটসোর্সিংয়ের অর্থ সরাসরি অ্যাকাউন্টে!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুন ৫, ২০১১
আউটসোর্সিংয়ের অর্থ সরাসরি অ্যাকাউন্টে!

নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে কোনো ব্যক্তির ইন্টারনেটভিত্তিক আউটসোর্সিংয়ে অর্জিত বৈদেশিক মুদ্রা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এ বিষয়ে সরকারি নীতিগত আর বাধা নেই।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার নম্বর ৬ এর মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বৈদেশিক মুদ্রা নীতি দপ্তরও এ বিষয়ে সম্পত্তি জ্ঞাপন করেছে। বিবি সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের সফওয়্যার খাতের শীর্ষ সংগঠন বেসিস। সময়োপযোগী এ নীতির মাধ্যমে দেশের হাজারও তরুণ বৈদেশিক মুদ্রা অর্জনে সরকারি স্বীকৃতি অর্জন করল।

সরকারের এ সিদ্ধান্ত দেশের জাতীয় রপ্তানি খাতে তথ্যপ্রযুক্তি শিল্পের গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে বলে বেসিস সূত্র মনে করে।

বাংলাদেশ সময় ২১১৮ ঘণ্টা, জুন ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।