ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইপ্যাডের প্রভাবে নোটবুকে ভাটা!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, জুন ৬, ২০১১
আইপ্যাডের প্রভাবে নোটবুকে ভাটা!

অ্যাপল আইপ্যাডের ব্যবসায়িক সফলতার উত্তাপে প্রায় সব প্রযুক্তিপণ্যই ম্লান হয়ে গেছে। আসুসের বিক্রিতেও আইপ্যাড দিয়েছে বড় ধরনের ধাক্কা।

সূত্র এ তথ্য জানিয়েছে।

তাইওয়ান আসুস সম্প্রতি ডিটাচেবল কিবোর্ড এবং ওয়াইফাই সমৃদ্ধ ট্যাবলেট পিসি উন্মোচন করেছে। তাতেও ধাক্কাটা পুরোপুরি সামলে উঠতে পারছে না আসুস। চাই আরও আধুনিক সংস্করণ।

আসুস চেয়ারম্যান জনি শিহ সংবাদমাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানান, অ্যাইপ্যাডের প্রভাবে বিশ্বব্যাপী নোটবুক ব্যবসা ও জনপ্রিয়তা অনেকটাই ভাটা পড়েছে। এ অবস্থায় থেকে ঘুরে ব্যবসায়িকভাবে দাঁড়াতে হলে ট্যাবলেট পিসিকেও এ মুহূর্তের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যমে বলে জনি শিহ বর্ণনা করেন।

ফলে আসুস এখন ট্যাবলেট পিসির আধুনিক সংস্করণ নিয়ে কাজ করছে। আইপ্যাডের সব ধরনের সুবিধা নিশ্চিত করা ছাড়াও ডিজাইন শৈলী এবং ব্যবহার কৌশলে সহজবোধ্যতা নিশ্চিত করবে আসুসের ট্যাবলেট পিসি। এমন দৃঢ়তার কথাই জানালেন আসুসের শীর্ষ কর্ণধার জনি শিহ।

বাংলাদেশ সময় ২১৫৫ ঘণ্টা, জুন ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ