ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়ার প্রধান প্রযুক্তি কর্মকর্তার পদত্যাগ!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুন ৯, ২০১১
নকিয়ার প্রধান প্রযুক্তি কর্মকর্তার পদত্যাগ!

নকিয়া ছাড়লেন শীর্ষ আরও এক কর্মকর্তার। নকিয়ার প্রধান প্রযুক্তি কর্মকর্তা রিচ গ্রিন দীর্ঘ ছুটি নিয়েছেন।

আর কাজে যোগদানের কোনো দিনক্ষণ উল্লেখ করেননি। নকিয়া সূত্র এ তথ্য জানিয়েছে।

ছুটির কারণ ব্যক্তিগত হলেও আসলে তা সত্য নয়। আভ্যন্তরীণ কৌশলগত মতবিরোধের কারণেই রিচ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্টরা বলছেন।

নকিয়ার মোবাইল ফোনভিত্তিক অপারেটিং সিস্টেম মিগো উদ্ভাবনের জন্য সুখ্যাতি অর্জন করেন রিচ। কিন্তু মিগোর বাজার সম্প্রচারে নকিয়ার উচ্চপর্যায়ের নীরবতা রিচকে অনেকটা হতাশ করেছে।

এ নিয়ে নকিয়ার প্রধান স্টিফেন ইলোপের সঙ্গে অনেকটা মতপার্থক্যের সূত্রপাত হয় রিচ গ্রিনের।

স্টিফেন চেয়েছিলেন স্মার্টফোনের জন্য মাইক্রোসফটের উইন্ডোজ ফোনভিত্তিক সফটওয়্যারের মানোন্নয়ন করতে। কিন্তু রিচ নকিয়ার জন্য স্বাতন্ত্র সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরিতে গুরুত্ব দেন। সম্ভবত বিরোধের শুরু এখান থেকেই।

বিষয়টি রিচ গ্রিন খুব সহজে নেননি। আর সে কারণেই যোগদানের কোনো নির্ধারিত দিন ছাড়াই তিনি দীর্ঘ ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফলে নকিয়া হারালো আরও একটি সুকৌশলী ব্যক্তি। এ ঘোলাটে পরিস্থিতি থেকে নকিয়া নিজেকে কতটুকু সামলে নিতে পারবে সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময় ১৯০৬ ঘণ্টা, জুন ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।