ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ছবি ট্যাগ নিয়ে তোপের মুখে ফেসবুক

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুন ৯, ২০১১
ছবি ট্যাগ নিয়ে তোপের মুখে ফেসবুক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন সমালোচনার তোপে। সার্বিক দিক বিবেচনায় না নিয়ে ইচ্ছামতো বেশ কিছু সেবা চালু করায় ভোক্তারা বিরক্ত প্রকাশ করেছে।

সূত্র এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ছবি ট্যাগিং সিস্টেম চালু করায় সৃষ্ট অসুবিধা সম্পর্কে ভক্তরা ফেসবুককে অভিযুক্ত করেছে। এজন্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছে ফেসবুক।

সমালোচিত এ পদ্ধতির মূল কাজ হচ্ছে ফেসবুকে বিদ্যমান বন্ধুদের ছবি স্বয়ংক্রিয়ভাবে খুঁজে বের করা। এর ফলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া নতুন এ মাধ্যমে ব্যবহারকারীরা শুভাকাক্সক্ষীদের মুখমন্ডল চিনতে পারতো।

যদিও এটি যুক্ত ফলে ভোক্তারা ইচ্ছামতো এটা বন্ধ রাখতে পারবেন। এ সেবা সম্পর্কে পরিস্কার তথ্য না দেওয়ায় অভিযোগ উঠেছে। অর্থাৎ ফেসবুক তাদের সুবিধার জন্য এ সেবা চালু করেছে।

সূত্র জানিয়েছে, এ পদ্ধতি বিশ্বব্যাপী ভক্তদের মতামতের ভিত্তিতে চালু করলে ভালো হত। এ সেবা চালুর উদ্দেশ্য দ্রুতগতিতে ফেসবুকে বিদ্যমান ব্যক্তির ছবি সঙ্গে নাম যুক্ত করা। একেই ট্যাগিং বলা হচ্ছে। উল্লেখ্য, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে এটি প্রথম প্রকাশ হয়। কিন্তু এ মুহূর্তে এ সেবা বিশ্বব্যাপী চালু আছে।

সিকিউরিটি ফার্ম সফোসের জেষ্ঠ্যে উপদেষ্টা গ্রাহাম কুল্লি জানান, এ সেবা চেয়েও নিয়মনীতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন। এ মুহূর্তে ফেসবুকে বিরক্তিকর অনেক ফিচার আছে বলেও তিনি জানান।

অধিকাংশ ভক্ত এ ধরনের সেবা নিয়ে অশ্বস্তি প্রকাশ করেছেন। ভোক্তাদের কোনো আগাম অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ব্যবহারে অধিকার নিয়েও প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, এ সেবায় প্রতিদিন ১০০ টি ছবি ট্যাগ হয়।

গ্রাহাম কুল্লির ভাষ্যমতে, এ ট্যাগ পদ্ধতির ব্যবহার ও প্রয়োজনীতা অস্পষ্ট। তবে ঐচ্ছিক ফিচার হিসেবে এ সেবামাধ্যমে অপরিচিত ব্যক্তিদের শণাক্তের বিষয়টি খুব মন্দ নয়।

বাংলাদেশ সময় ২০২৫ ঘণ্টা, জুন ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।