ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইপ্যাডের নতুনত্বে আসুস

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০১১
ইপ্যাডের নতুনত্বে আসুস

আগামী অক্টোবর কিংবা নভেম্বরে আসুস উদ্ভাবিত দ্বিতীয় ইপ্যাড ট্রান্সফরমার২ সংস্করণ প্রকাশ হবে। এ মুহূর্তে ইপ্যাড ট্রান্সফরমারের নতুন সংস্করণ হিসেবে এটি বাজারে আসছে।

সূত্র এ তথ্য জানিয়েছে।

আসুস তাইওয়ানের সুপরিচিত কমপিউটার পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। ট্যাবলেট শিল্পে আসুস ক’বছর আগেই প্রবেশ করেছে। তখন থেকেই পরিকল্পনায় ছিল একজোড়া ইপ্যাডের মানোন্নয়ন।

উল্লেখ্য, ইপ্যাড ট্রান্সফরমার আসুসের একটি সর্বাধুনিক ট্যাবলেট পিসি। এ পণ্যটি আলাদা বৈশিষ্ট্যেগুণে তৈরি।

এদিকে নতুন এ ট্যাবলেটটি কিবোর্ডসহ অবমুক্ত করা হবে। ফলে ক্রেতারা পছন্দনুযায়ী আলাদাভাবে ক্রয়ের সুযোগ পাওয়া যাবে। এছাড়া এ পণ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রয়োজনে একে মিনি ল্যাপটপ কিংবা নেটবুকে বদলে নেওয়া যাবে। কিন্তু তখন ট্যাবলেট ফরম্যাট বন্ধ রাখতে হবে।

এ ধরনের ট্যাবলেট পিসি এ পর্যন্ত বিশ্ব বাজারে প্রদর্শিত হয়নি। এরই মধ্যে ভারতসহ বিশ্বের অনকে দেশই এ পণ্য প্রকাশের অপোয় আছে। এরই মধ্যে আসুস এ পণ্যের স্বক্ষমতা দিতে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

তবে গুজব ছিল, আসুসের পরবর্তী ইপ্যাড ট্রান্সফরমারের অপারেটিং সিস্টেম হিসেবে নির্ধারিত হয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। এবার আসুস অনেকটাই সুকৌশলে মাঠে নামছে।

বাংলাদেশ সময় ২১৫২ ঘণ্টা, জুন ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।