বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ এবং দ্রুত করতে এখনই ডটকম নামে সাইটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ই-পেমেন্ট গেটওয়ে এবং ই-পেমেন্ট সুইচ নিয়ে কাজ শুরু হয়েছে। অচিরেই ব্যাংকিং লেনদেনে এর সুফল উপভোগ করা যাবে।
এ অনুষ্ঠানে সাবেক বেসিস সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন এ তৌহিদ, হাবিবুল্লাহ এন করিম, সারওয়ার আলম রফিকুল ইসলাম রওলি এবং বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি ফাহিম মাশরুর।
দেশের আবহে ইবাণিজ্যকে আরও জনপ্রিয় এবং সাধারণ মানুষের নাগালে আনতে এ সাইট অবমুক্ত করা হয়েছে বলে এ সাইট অবমুক্ত করা হয়েছে বলে এখনই ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসান জানান।
এখনই ডটকমের কারিগরি নিরাপত্তার প্রশ্নে শামীম আহসান বাংলানিউজকে বলেন, অনলাইন ক্রেতাদের সব ধরনের তথ্যগত নিরাপত্তা নিশ্চিতে এ সাইটের বিশেষ নিরাপত্তা কৌশল তৈরি করা হয়েছে। ফলে ক্রেতারা থাকবেন ঝুকিমুক্ত।
এ সাইটে সাইনআপ করা থাকলে ইমেইলে ক্রেতাদের কাছে পৌঁছে যাবে প্রতিদিনের ডিসকাউন্ট অফারগুলো। উল্লেখ্য, মাস্টারকার্ড, ভিসা কিংবা ডিবিবিএল নেক্সাস কার্ড ব্যবহার করে ক্রেতা অনলাইনেই তাদের ভাউচার পাবেন। এ ভাউচার প্রদর্শনে ক্রেতারা সংশ্লিষ্ট ডিসকাউন্টটি উপভোগ করতে পারবেন।
এ সাইটের উদ্বোধন উপলক্ষে বিশেষ কিছু অফার দেওয়া হয়েছে। আগ্রহীরা www.akhoni.com এ সাইটে প্রবেশ করে আরও বিস্তারিত তথ্য পাবেন।
বাংলাদেশ সময় ২০৫৮ ঘণ্টা, জুন ১১, ২০১১