ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ প্রদর্শনীর পর্দা নামলো

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুন ১২, ২০১১
ল্যাপটপ প্রদর্শনীর পর্দা নামলো

ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘কিউবি সামার ল্যাপটপ প্রর্দশনী২০১১’ পর্বের পর্দা নেমেছে। আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর সমাপনী ঘোষণা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার।

বিশেষ অতিথি বলেন, এখন দেশে বহনযোগ্য পণ্যের চাহিদা বাড়ছে। এ মুহূর্তের কমপিউটিংও দিনে দিনে মোবাইল ফোনভিত্তিক হয়ে যাচ্ছে। এখন ল্যাপটপের চাহিদা এতই বেড়েছে যে শুধু ল্যাপটপের জন্যই আলাদা একটি বাজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর নাগাদ রাজধানীর শান্তিনগরে এর উদ্বোধন করা হবে।

এবারের ল্যাপটপ প্রদর্শনী সম্পর্কে কিউবির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন প্রধান আশিকুর রহমান বলেন, দ্বিতীয়বারের মতো কিউবি সফল একটি ল্যাপটপ প্রদর্শনী সম্পন্ন করল। ল্যাপটপ এবং ইন্টারনেটের প্রসারে কিউবি ভবিষ্যতেও ল্যাপটপ প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করবে।

বাংলাদেশ সময় ২২০৫ ঘণ্টা, জুন ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।