ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সর্বোচ্চ গতির ইন্টারনেট দেবে সিঙ্গটেল

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুন ১৩, ২০১১
সর্বোচ্চ গতির ইন্টারনেট দেবে সিঙ্গটেল

এশিয়ার প্রথম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হিসেবে সিঙ্গটেল মোবাইল ফোনভিত্তিক সেবায় সমগতিসম্পন্ন ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। সূত্র এ তথ্য জানিয়েছে।



শুধু তারহীন তথ্য বিনিময় (ওয়্যারলেস ডাটা) ব্যবস্থাপনায় এ সেবা প্রযোজ্য হবে। এ মুহূর্তে তা ভয়েস সেবায় প্রযোজ্য হবে না।

সিঙ্গটেলের মোবাইল ফোনভিত্তিক সিমের মাধ্যমে নোটবুক কমপিউটারে ইন্টারনেট উপভোগে এ দ্রুতগতির বাস্তবতা যাচাই করা যাবে।

এ পরিকল্পনায় ০.৮ থেকে ২.১ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস) গতির গ্রাহকরা সর্বোচ্চ ৩.৬ এমবিপিএস পর্যন্ত ডেটা স্পিড সুবিধা পাবেন। যা আগের গতির তুলনায় ৬০ ভাগ বেশি।

এ মুহূর্তে প্রিমিয়াম সেবাভুক্ত গ্রাহকরা ১.৭ থেকে ৪.৮ এমবিপিএস গতির ইন্টারনেট পাচ্ছেন। অচিরেই তারা সিঙ্গটেলের মাধ্যমে সর্বোচ্চ ২১ এমবিপিএস গতির মোবাইলভিত্তিক ইন্টারনেট সেবা উপভোগ করার অভূতপূর্ব সুযোগ পাবেন।

সিঙ্গটেল সূত্র জানিয়েছে, গ্রাহক সেবায় এ গতির ইন্টারনেট নিশ্চিত করা সম্ভব হবে। তবে এতে কিছুটা সময় প্রয়োজন। কেননা এ সিমের আওতায় বিভিন্ন প্যাকেজে গ্রাহকরা ইন্টারনেট সেবা গ্রহণ করে।

সিঙ্গটেলের ডিজিটাল কনজিউমার বিভাগের নির্বাহী সহসভাপতি ইউয়েন কুয়ান মুন জানান, ভোক্তারা গতির বিভাজন প্রক্রিয়ার অনেকটাই বিভ্রান্ত থাকেন।

মুন বলেন, সত্যিকার অর্থে যে গতির নিশ্চয়তা দিয়ে সিম বিক্রি করা হয়, বাস্তব অর্থে গ্রাহকরা সে গতি পান ৮০ ভাগ সময়। বাকি ২০ ভাগ সময়ে তা প্রাপ্ত গতির চেয়ে নীচে থাকে। ফলে গ্রাহকরা পরিপূর্ণ গতি থেকে বঞ্চিত হন।

ইনফোকম ডেভেলপমেন্ট অথারিটি অব সিঙ্গাপুরের সঙ্গে সিঙ্গটেল যৌথ পরিকল্পনায় এ উদ্যোগ হাতে নিয়েছে। এর ফলে সিঙ্গটেল গ্রাহকরা মোবাইল ব্রডব্যান্ড সেবায় সার্বক্ষণিক সমগতি উপভোগের সুযোগ পাবেন। যা আগের চেয়েও দ্বিগুণ গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করবে।

এশিয়ার মোবাইলভিত্তিক ইন্টারনেট সেবায় এটি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। এশিয়ার টেলিশিল্প খাতে এটি নতুন মাত্রা যুক্ত করবে বলে বিশ্লেষকরা অভিমত দিয়েছেন।

বাংলাদেশ সময় ২১২০ ঘণ্টা, জুন ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।