বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের নির্বাহী পরিচালক ক্যারোলিন নার্সি এখন ঢাকায়। তিন দিনের সফরে তিনি বাংলাদেশে ট্রাস্টের কার্যক্রম এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিদর্শন করবেন।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্পের মাধ্যমে ‘বিবিসি জানালা’ শীর্ষক ইংরেজি শিক্ষা সেবা চালু করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট।
এ সেবার মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ মোবাইল, টিভি, সংবাদপত্র ও ইন্টারনেট ব্যবহার করে সহজে ও সুলভে ইংরেজি শিখার সুযোগ পাচ্ছে।
এ দুটি প্রকল্পই যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) আওতাভুক্ত ইউকেএইড এর অর্থায়নে পরিচালিত হয়।
এরই মধ্যে বিবিসি জানালার সেবা বাংলাদেশের ২ কোটি ৬০ লাখ (প্রায়) মানুষের কাছে পৌঁছে গেছে। এ সফলতার নেপথ্যে ট্রাস্টের সঙ্গে তার সহযোগী সংস্থাগুলোর অবদানও অনস্বীকার্য।
ক্যারোলিন নার্সি তার এ সফরে বাংলাদেশ সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশন এবং দেশের ছয়টি মোবাইল অপারেটরে অফিস পরির্দশন করবেন। এছাড়াও ক্যারোলিন একটি টেলিভিশন সাক্ষাৎকারে বাংলাদেশে ট্রাস্টের বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম তুলে ধরবেন।
বাংলাদেশ সময় ২১০২ ঘণ্টা, জুন ২০, ২০১১